ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি খুন ৩ মাস পর আসামী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ৩ নভেম্বর ২০২৪

পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি খুন ৩ মাস পর আসামী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা বেগম হত্যার ঘটনায় মোহাম্মদ আলী হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃত আলী হোসেন টাউন বহালগাছিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে। রবিবার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান।

পুলিশ জানায়, (২০ জুলাই) রাতে বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) এবং তার স্ত্রী হোসনে আরা বেগম (৭০) নিজ ঘরে নৃশংসভাবে খুন হন। হত্যার কারণ হিসেবে মালামাল চুরির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সে বিষয়ে পুলিশ তদন্ত চলায়।

পরে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে গত শুক্রবার (১ নভেম্বর) মোহাম্মদ আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, (২০ জুলাই) রাতে আলী হোসেন ও তার সঙ্গীরা বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রবেশ করে তাদের হত্যা করে এবং মালামাল চুরি করার চেষ্টা করে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধনদাতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

মেসেঞ্জার/মানিক/তারেক