ছবি : মেসেঞ্জার
ঝিনাইদহে বলুহর, জয়দিয়া, কাঠগড়া, ফতেপুর, মর্জাদ ও বেড়গোবিন্দপুরসহ বাঁওড় মৎস্যজীবী জনগোষ্ঠীর অংশগ্রহণে "বাঁওড় ইজারা বাতিল, ভুক্তভোগী মৎস্যজীবীদের প্রথাগত মালিকানা, ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় প্রণোদনা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলার সিংগীয়া বলুহর বাঁওড় পাড়ে শতাধিক মৎস্যজীবি এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বাঁওড় মৎস্যজীবী আন্দোলন, ঝিনাইদহ-যশোর এর আহ্বায়ক নির্মল হালদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব নিত্য হালদার, মৎস্যজীবী বাঁওড় আন্দোলনের উপদেষ্টা বাঁওড় গবেষক সুজন বিপ্লব, সংগঠনের উপদেষ্টা আবু তোয়াব অপু ও উপদেষ্টা স্বপন বাগচী, শীলা হালদার, পুৃটি হালদার, আরতি হালদার, সুধীর হালদার, সুশীল হালদার, শীতল হালদার, ইন্দ্রজিৎ হালদার।
বিক্ষোভ সমাবেশ থেকে ৪ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে অবিলম্বে বাঁওড়সমূহে ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে বাঁওড়ে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার স্বীকৃতি দিতে হবে। বাঁওড়ে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিতে রাষ্ট্রীয় অর্থায়নে ও জেলেদের সাথে নায্য উৎপাদনের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে করতে হবে।
সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত বাঁওড় মৎস্যজীবীদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। বাস্ততন্ত্রের ক্ষতি না করে বাঁওড়ে মাছের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মেসেঞ্জার/বিপাশ/তারেক