ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় বহুল আলোচিত কোটিপতি এসিল্যান্ডের ড্রাইভার শামীম চাকরিচ্যুত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:০৮, ৪ নভেম্বর ২০২৪

বগুড়ায় বহুল আলোচিত কোটিপতি এসিল্যান্ডের ড্রাইভার শামীম চাকরিচ্যুত

ছবি: মেসেঞ্জার

বগুড়ায় বহুল আলোচিত শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের গাড়ি চালক শুণ্য থেকে কোটিপতি বনে যাওয়া শামীমকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে চাকরিচ্যুত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

জানা যায়, শিবগঞ্জে আলোচিত ড্রাইভার শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য উঠে আসে জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকাসহ অনলাইন গণমাধ্যমগুলোতে। এতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মের তথ্য প্রকাশ পায়।

এসিল্যান্ডের ড্রাইভার শামীম 'জিরো থেকে হিরো কোটি টাকার মালিক, শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য সঠিক কিনা তা যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেন। তথ্য ও তদন্ত কমিটির অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হাওয়ায় রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান শামীমকে চাকরিচ্যুত করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান জানান, শামীমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা আবেদন নিয়ে অফিসে সরাসরি আসবেন। আমি থাকাকালীন সময়ে কোন দালালী ও চাঁদাবাজী চলবে না। শুধু ড্রাইভার শামীম নয়, আমার অফিসের যেকোনো কর্মচারীরা অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/ফামিমা