ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

প্রতিষ্ঠার দুই যুগ পর প্রথমবারের মতো প্রো-ভিসি পেল হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ৪ নভেম্বর ২০২৪

প্রতিষ্ঠার দুই যুগ পর প্রথমবারের মতো প্রো-ভিসি পেল হাবিপ্রবি

ছবি: মেসেঞ্জার

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ২ যুগ পর প্রথমবারের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রোনবি বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম শিকদার। 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে এই নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ৪ বছরের জন্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদারকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। 

১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর দিনাজপুর শহরের বাশেরহাটে অবস্থিত কৃষি কলেজটিকে তৎকালীন সরকার বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার ঘোষণা প্রদান করেন। একই সাথে বিশ্ববিদ্যালয়টি তেভাগা আন্দোলনের অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশের নামে নামকরণ করা হয়। ২০০১ সালের ৮ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ৮জন উপাচার্যকে পেলেও বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথম উপ-উপাচার্য নিয়োগ প্রদান করেছে বর্তমান সরকার। 

নবনিযুক্ত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার চাকুরীজীবনে ১৯৯৭ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কৃষি কলেজ) লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে হাবিপ্রবির কৃষি অনুষদের এগ্রোনমি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক, ২০১১ সালে প্রফেসর (গ্রেড-৩) এবং ২০১৬ ও ২০২৩ সালে যথাক্রমে প্রফেসর (গ্রেড-২ ও গ্রেড-১) পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন সময়ে বিভাগীয় চেয়ারম্যান, সহকারী হল সুপার ও শরীরচর্চা শিক্ষা শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার তত্ত্বাবধানে ৬৮ জন ও সহ-তত্ত্বাবধানে ৩২ জন শিক্ষার্থী এমএস এবং ০৩ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রী অর্জন করেন। দেশী বিদেশী জার্ণালে তার ৪০ টি গবেষণা প্রকাশনা রয়েছে।

মেসেঞ্জার/কুরবান/ফামিমা