ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বোয়ালখালীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৪৯, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:০৭, ৫ নভেম্বর ২০২৪

বোয়ালখালীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মনছুর পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। মনছুরের একটি সন্তান রয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন মো. মনছুর আলম। ঘরের বাতি লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত মনছুর আলম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। 

মেসেঞ্জার/নাইম/এসকে/ইএইচএম