ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

১৭ বছর পর রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ৫ নভেম্বর ২০২৪

১৭ বছর পর রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিশাল গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কেরোয়া ইউনিয়র পরিষদের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেরোয়া ইউনিয়ন জামায়েত ইসলামী আমির হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল করিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমীর এস ইউ রুহুল আমিন ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, উপজেলা জামায়েতের আমির মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, সহকারী সেক্রেটারি আবুল কাশেদ, জামায়াত মনোনীত কেরোয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুসসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/দিশা