ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ৫ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে ইভা আক্তার নামে ১৭ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হিমেল মিয়ার মেয়ে।

স্থানীয় আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে শিশু ইভা আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইভা আক্তারকে মৃত ঘোষণা করেন।

মেসেঞ্জার/সাজু/দিশা