ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৩০, ৫ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

ছবি: মেসেঞ্জার

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। 

রোববার (৩ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইলো না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে গত ৭ আগস্ট দলীয় সিদ্ধান্ত মতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলকে (ছোট কাউসার) ছাত্রদলের সকল কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।

মেসেঞ্জার/শিবলু/ফামিমা