ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রাজশাহীর দুর্গাপুরে দরিদ্র মৎস্যচাষীদের পুকুর দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:১৫, ৫ নভেম্বর ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে দরিদ্র মৎস্যচাষীদের পুকুর দখলের অভিযোগ

ছবি : মেসেঞ্জার

রাজশাহীর দুর্গাপুরে মো. শাহিন নামের দরিদ্র মৎস্যচাষীদের পুকুর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা প্রদানপূর্বক মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই  মৎস্যচাষী এসব অভিযোগ করেন।

শাহিন উপজেলার গগনবাড়িয়া এলাকার মৃত জয়েন সরদারের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, (৭ মার্চ) চুনিয়াপাড়া এলাকায় ১৩ বিঘা জমির পুকুর ৩ বছর মেয়াদে তিনি লিজ নিয়েছেন। কিন্তু (১২ অক্টোবর) স্থানীয় জামান, তোতা, শাহিন, আসাদুল, তরিকুল্লাহ, ইস্রাফিল ও জীবনসহ ১৪/১৫ জন ব্যক্তি সেই পুকুর দখলের চেষ্টা চালায়। পরে তারা শাহীনকে হুমকি-ধামকিও দেয়।

শাহিন বলেন, এ ঘটনায় (৩০ অক্টোবর) তিনি থানায় মামলা করেন। পরে প্রতিপক্ষের চাপে সেই মামলা তুলে নিতে বাধ্য হন। সবকিছু ঠিক করে দেয়ার কথা বলে আপোষনামা করে নেয়। কিন্তু তারা সব ঠিক করে দিচ্ছে না।

ইতোমধ্যে তার ২০-২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পুকুর হাতছাড়া হয়ে গেলে শাহীনসহ এলাকার তিনটি মসজিদ ও অর্ধশত দরিদ্র মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হবেন। এএমতাবস্থায় ঘটনায় নিরাপত্তা প্রদানপূর্বক মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন শাহিন।

এ ব্যপারে অভিযুক্ত জামান হোসেন বলেন, শাহীনরা ১৫-১৬ বছর থেকে জোর করে ভোগদখল করে খাচ্ছিল। ৯০ শতক লিজ নিয়ে ব্যক্তি মালিকানার জমিসহ ২০ বিঘা জমি দখল করে খাচ্ছে। সেগুলো আমরা উদ্ধার করেছি।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।  উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের জন্য বলেছি। সমাধানের চেষ্টা চলছে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক