ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে একজন নিহত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৮, ৫ নভেম্বর ২০২৪

হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে একজন নিহত

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে বজ্রপাতে সুমি আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় মাওলানা আব্দুর রহমান নামে একজন পথচারী আহত হয়।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা বাজার রাস্তার মাথা সংলগ্ন একটি বাড়ীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার (১২) নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা বাজার এলাকার মো. ইউসুফের মেয়ে। তার মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম। সন্তান হারা মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে আশপাশের পরিবেশ।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জাকের হোসেন জানান, আকাশে কালো মেঘ থাকায় সুমি ঘরের পাশে লাকড়ি গোছানোর কাজ করছিলো। তার পাশেই একটি বড় গাছে হঠাৎ বজ্রপাত পড়লে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়।

পরে আশপাশের লোকজন গিয়ে ঘটনাস্থলে তাকে মৃত দেখতে পায়। অপরদিকে রাস্তাদিয়ে হেটে যাওয়ার সময় মাওলানা আব্দুর রহমান নামে এক ব্যাক্তি বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে যায়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেসেঞ্জার/রাসেল/তারেক