ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

‘নতুন প্রজন্মের মাঝে আমি আগামীর ড. ইউনুস দেখতে পাই’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ৫ নভেম্বর ২০২৪

‘নতুন প্রজন্মের মাঝে আমি আগামীর ড. ইউনুস দেখতে পাই’

ছবি: মেসেঞ্জার

তোমাদের প্রজ্ঞা, ইচ্ছা, সাহস ও পরিশ্রমে বদলে যেতে পারে দেশ। যেভাবে প্রবল সাহস নিয়ে তোমরা স্বৈরাচারী সরকারের পতন করেছ তাতে আবারো প্রমানিত হয় তরুণ প্রজন্ম সবই পারে। শুধু প্রয়োজন মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমের মানসিকতা। তোমাদের মাঝে আমি আগামীর ড. ইউনুস দেখতে পাই। আমি বিশ্বাস করি পরিশ্রম ও যথাযথ চর্চার মাধ্যমে সফল হবে তোমরা। নাজিরহাট কলেজ কর্তৃক আয়োজিত এডহক কমিটির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উক্ত কলেজ কমিটির নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এসময় তিনি তার কমিটির পক্ষ এই প্রতিষ্ঠানের উন্নয়ন করনীয় সব করার আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উক্ত কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও ড. দোলন কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক ফৌজিয়া সুলতানা যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,বিদুৎসাহী সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ প্রমূখ।

মেসেঞ্জার/সুমন/ফামিমা