ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চকরিয়ায় বন মামলায় ‘আলোচিত’ লিটন গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার 

প্রকাশিত: ১৭:০৩, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বন মামলায় ‘আলোচিত’ লিটন গ্রেপ্তার

তিনটি বন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমকে স্বর্ণের নৌকা উপহার দিয়ে ‘আলোচিত’ মোহাম্মদ আলী লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার খুটাখালী পূর্ব পাড়া ৬নং ওয়ার্ড এলাকা থেকে সাব-ইন্সপেক্টর ইমরুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদ আলী লিটন খুটাখালী জয়নগর পাড়া ৬নং ওয়ার্ড এলাকার মৃত বশির ড্রাইভার এর ছেলে। তিনি এলাকায় সাবেক এমপি জাফর আলমের আস্থাভাজন হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগও রয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এম. এম রকীব উর রাজা বলেন, তার বিরুদ্ধে তিনটি বন মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো নানা অভিযোগ রয়েছে। 

মেসেঞ্জার/রিদুয়ান/এসকে/ইএইচএম