ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় প্রাইভেট কারে মিলল ৫০৮ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৩

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৭:০৪, ৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় প্রাইভেট কারে মিলল ৫০৮ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৩

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় প্রাইভেট কার থেকে ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব১২। সোমবার (৪ নভেম্বর) ভোররাত সোয়া তিনটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, ঠাকুরগাঁওয়ের রবিউক আলম, শামিম হোসেন এবং আলিম উদ্দিন। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৫টি সীমসহ মোবাইল, তিনটি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কারে থাকা দুইটি লাগেজ থেকে ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সাথে একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল, ৫টি সীম, ৩টি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক