পর্যটন নগরী কক্সবাজারে যানজট নিরসনে ইজিবাইক চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে এ সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “ফ্যাসিবাদের সময় একদিকে অপ্রয়োজনীয় ইজিবাইকের লাইসেন্স প্রদান করে শহরে যানজট বাড়িয়েছে। অপরদিকে ওই সব লাইসেন্স দলীয় সমর্থক বা নেতাকর্মীদের দিয়ে প্রকৃত টমটম চালকদের বাদ দেয়া হয়। ৫ আগষ্টের পর মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। এখন ফ্যাসিবাদের অপকর্ম আর নেই। জনগণের অনেক প্রত্যাশা একটি সুন্দর দেশ গড়ার জন্য। টমটম চালকদের প্রশিক্ষণ দিয়ে সুশৃঙ্খল শহর গড়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি বলেন, “প্রতি বছর দেশ-বিদেশের লাখো পর্যটক কক্সবাজারে আসেন। এখানকার টমটম চালক, রিক্সা চালকদের প্রশিক্ষন থাকলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তাই ডাটাবেজ তৈরীর মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। ইউএনপির সহায়তায় দুই শতাধিক টমটম চালককে প্রথম ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, “পৌরসভা ৩ হাজার টমটমের লাইসেন্স দিলেও এখন শহরে টমটম চলাচল করে ৫ হাজারের বেশী। এতে করে শহরে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়।”
সভায় ইউএনডিপির প্রতিনিধি মাসুদ করিম বলেন, “পর্যটন শহর কক্সবাজারের চালকদের প্রশিক্ষণ দিতে ইউএনডিপি সার্বিক সহযোগিতা দিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তা ওতুআই চৌধুরী ও ইউএনডিপি কর্মকর্তা রতন দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন৷
মেসেঞ্জার/রাশেদুল/এসকে/ইএইচএম