ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চরফ্যাসনে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ৫ নভেম্বর ২০২৪

চরফ্যাসনে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাসনে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো. শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন।

পরে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বজ্রপাতে গুরুত্বর আহত শিহাব ও লিটনকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/সাইফুল/তারেক