ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নলডাঙ্গায় মাধনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সভা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ৫ নভেম্বর ২০২৪

নলডাঙ্গায় মাধনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সভা

ছবি : মেসেঞ্জার

নাটোরে নলডাঙ্গা উপজেলা মাধনগর রেল স্টেশন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ও সূধী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৪ নভেম্বর) বিকেলে মাধনগর ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে কর্মীসভায় মাধনগর ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি ও নলডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ড.অধ্যাপক জিয়াউল হক জিয়া।

আরো বক্তব্য রাখেন, নাটোর শহর জামায়াতের আমীর মো. রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, নাটোর শহরের জামায়াতের সাবেক সেক্রেটারী ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি প্রভাষক আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রফ মৃধা। জেলা শিবিরের সভাপতি মো. আফতাব আলী, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট আলমগীর হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা. ফজলুর রহমান, নলডাঙ্গা উপজেলা শিবিরের সভাপতি মো. মোহাইমিনুল হক মৃধা, মাধনগর ইউনিয়ন জামায়াতের আমীর, মাধনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. নাসির সরকার, নলডাঙ্গা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. মামুনুর রশিদ, শ্রমিক নেতা ও ইউপি সদস্য নিজাম উদ্দিন, জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, শ্রমিক কোয়ালিফিকেশনের নেতা লাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বেলাল মোল্লা, উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, জামায়াতের নেতা গোলাম মোস্তফা, জামায়াতের নেতা মো. মুরাদ সরকার, পিপরুল ইউনিয়ন জামায়াতের যুব-বিভাগের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, উপজেলা শিবিরের অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, মাধনগর ইউনিয়ন শিবিরের সভাপতি মো. আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মেসেঞ্জার/আরিফুল/তারেক

আরো পড়ুন