ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘নাটোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই’

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ৫ নভেম্বর ২০২৪

‘নাটোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই’

ছবি : মেসেঞ্জার

নাটোরের নবাগত জেলা প্রশাসক আসমা শাহীন নাটোরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে বলেছেন, এ জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণ চিন্তা মাথায় রেখে কাজ করে যেতে চাই। জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাবেক সভাপতি রনেন রায়, সহসভাপতি যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক যমুনা টিভির নাজমুল হাসান, ডেইলি অবজারভারের এসএম সেদরুল হুদা ডেভিড, এটিএন’র জুলফিকুল হায়দার জোসেফ, এনটিভি’র হালিম খান, সময় টিভি’র আল মামুন, দৈনিক দিনকালের এসএম মনজুর-উল-হাসান, প্রথম আলোর মুক্তার হোসেন, কালের কণ্ঠের রেজাউল করিম রেজা, বাংলাদেশ প্রতিদিনের নাসিম আহম্মেদ, চ্যানেল টুয়েন্টিফোরের দেবাশিষ কুমার ও ডেইলি স্টারের বুলবুল আহমেদ।

মেসেঞ্জার/আরিফুল/তারেক