ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:০২, ৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৮

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিক্সা নিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে আট কিশোর। এসময় তাদের কাছ থেকে ছুরি, রড উদ্ধারসহ দু'টি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার গোসাইলডাঙ্গা সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), মো. সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান ওরফে শুভ (১৫)।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান দ্যা ডেইলি মেসেঞ্জারকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটজনকে আটক করা হয়েছে। এসময় আরমান ও ইসমাইল হাসান নামে দু'জনের দেহ তল্লাশি করে দু'টি স্টিলের টিপছুরি ও রাকিবুল হাসানের কাছ থেকে একটি রড উদ্ধার করা হয়। এছাড়া দু'টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয় মাঈন উদ্দিন ও পারভেজের কাছ থেকে।

তিনি আরও বলেন, আটক অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/রিমন/এসকে/ইএইচএম