ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও আমেরিকান প্রতিনিধিদল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৫ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও আমেরিকান প্রতিনিধিদল

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) সহ সদস্য ১২ সদস্য দু'টি প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) এর ৮ সদস্য প্রতিনিধিদল উখিয়ার মধুরছড়াতে আসেন।

পরে বিকাল সাড়ে ৪ টার দিকে মধুরছড়া ত্যাগ করেন। অপরদিকে একই দিনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত সহ ৪ সদস্য প্রতিনিধি দল বেলা ১১টার দিকে ক্যাম্পে এসে পরে বিকাল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

অধিনায়ক বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার মধুরছড়া রিফিউজি প্রসেসিং সেন্টার হাব অফিসে আসেন ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) কেরি লুইস শ্যান্টজের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে ২০ হাজার রোহিঙ্গা আমেরিকায় প্রত্যাবাসন করা হবে বলে জানা যায়, এরই ধারাবাহিকতায় উক্ত প্রতিনিধি দল প্রত্যাবাসনকৃত রোহিঙ্গাদের সার্বিক বিষয়গুলো যেমন স্বাস্থ্যগত, কারিগরি দক্ষতা ও আইনগত জটিলতার বিষয়গুলো তদারকির নিমিত্তে আগমন করেন। উক্ত কার্যক্রম আগামী (১৪ ডিসেম্বর) পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে। এ কার্যক্রম শেষে প্রতিনিধি দল বিকালে কক্সবাজারের উদ্দেশ্য চলে যান।

অপরদিকে একই দিন বেলা ১১টার দিকে ফিলল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তা এর নেতৃত্ব ৪ সদস্যর প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর, এনজিও ফোরাম, ডব্লিউএফপি আইওএম এনজিও সংস্থার ধারা পরিচালিত বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম পরিদর্শন করেন।

এবং সেখানে অবস্থানরত কিছু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। কার্যক্রম শেষে বিকালে ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।

মেসেঞ্জার/শহিদুল/তারেক