ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ৫ নভেম্বর ২০২৪

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

ছবি : মেসেঞ্জার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ মনিরুজ্জামান (৪৩) নামে একজন পেশাদার মাদক কারবারীকে আটকের কথা জানিয়েছে যশোর র‌্যাব। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে র‌্যাব এক প্রেস নোটের মাধ্যমে জানান, মঙ্গলবার ভোররাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের মাঠপাড়াস্থ জনৈক জিয়ার জমির মধ্যে লুকানো অবস্থায় এই ফেনসিডিল পাওয়া যায় বলে জানান যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাইট লে. মোহম্মদ রাসেল।

আটক মনিরুজ্জামান পোর্ট থানার পুটখালী মাঠপাড়ার মৃত জাহান আলীর ছেলে। তিনি বলেন, পুটখালি মাঠপাড়া কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপন এমন সংবাদ পেয়ে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেখিয়ে দেওয়া স্থানে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৯৪ হাজার টাকা।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেনাপোল সীমান্ত হতে উক্ত ফেনসিডিল স্বল্পমূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে এনে রেখেছিল। আটক মনিরুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মেসেঞ্জার/জামাল/তারেক