ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জামালপুর শহর থেকে মাদারগঞ্জ যুবলীগের সভাপতি আটক

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৪, ৫ নভেম্বর ২০২৪

জামালপুর শহর থেকে মাদারগঞ্জ যুবলীগের সভাপতি আটক

ছবি : মেসেঞ্জার

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের বেলেটিয়া থেকে মাদারগঞ্জ শহর যুবলীগের সভাপতি মাহবুব হাসান মিনহাজকে আটক করেছে।

মাদারগঞ্জ থানার পুলিশ জানায়, মাহবুব হাসান মিনহাজকে বিএনপি নেতা হাফিজুর রহমান সাকুর দায়েরকৃত মামলার আসামি। তাকে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় শ্বশুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে তাকে মাদারগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল জেল হাজতে পাঠানো হবে। পুশিশ জানায়, বিগত ২০২২ সালে বিএনপি মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে দুই বছর পর (২৪ অক্টোবর) বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু বাদী হয়ে ৬৮ জনের নামে মামলা দায়ের করেন। ঐ মামলায় গ্রেপ্তার মিনহাজ ২২নং আসামি।

মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক