ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নাফ নদের মোহনা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ২৩:২২, ৫ নভেম্বর ২০২৪

নাফ নদের মোহনা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরার সময় ১৫টি নৌকার ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। আটক জেলেরা উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল চারটার দিকে মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়ার সংলগ্ন নাফ নদ থেকে বাংলাদেশি জেলেদের জিম্মি করে। পরে তাদের রাখাইন রাজ্যের পাতেঞ্জা নামক এলাকায় নিয়ে যায় আরাকান আর্মি।

শাহপরীর দ্বীপের স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার বিকেলে নাফ নদের মোহনায় দুটি ইঞ্জিন চালিত ও ১৩ টি হস্তচালিত নৌকা নিয়ে বিহিঙ্গি জাল নিয়ে মাছ ধরতে যায় জেলেরা। এসময় নাফ নদের মোহনার বিপরীতে মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়া থেকে একটি ট্রলারে এসে একদল অস্ত্রধারী বাংলাদেশি নৌকার ২০ জন জেলেকে ধরে নিয়ে যায়। তবে এসময় তারা নৌকা এবং জালগুলো রেখে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি বাংলাদেশি ২০ জন জেলেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। রাখাইনের ওই এলাকাটি স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে। 

তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া তাদের উদ্ধারে বিজিবি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মেসেঞ্জার/জাকারিয়া/এসকে/ইএইচএম