ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দেশে ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরিশালে সমাবেশ

বরিশাল ব্যুরাে

প্রকাশিত: ১৩:৫১, ৬ নভেম্বর ২০২৪

দেশে ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরিশালে সমাবেশ

ছবি : মেসেঞ্জার

দেশে পরিবেশ ও জনপদের সুরক্ষারসহ ন্যায্য জ্বালানি রূপান্তরে ১৪ দফা নাগরিক দাবির বাস্তবায়ন চেয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জলবায়ু কর্মীরা। এসময় বরিশাল অঞ্চলকে জীবাশ্ম জ্বালানি নির্ভর থেকে মুক্ত করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নেওয়ার দাবি জানান। বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, এ্যাকশন এইড বাংলাদেশ, প্রান্তজনসহ একাধিক পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি হয়েছে। এসময় বক্তারা অবিলম্বে দাবি মেনে জ্বালানি সুশাসন, সবুজ ও সাশ্রয়ী জ্বালানি, সবুজ কর্মসংস্থান, ন্যায্য ও সবুজ জ্বালানি রুপান্তরে নারীদের অংশগ্রহন, জ্বালানি দক্ষতা, জ্বালানি সংরক্ষণের দাবি জানান।

অধক্ষ্য গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম বরিশালের আহ্বায়ক সুভাষ দাস, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের বিভাগীয় সমন্বয়ক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমুখ। 

মেসেঞ্জার/সাঈদ/দিশা