ছবি: মেসেঞ্জার
শ্রীমঙ্গলে 'ফ্লাড রিকনস্ট্রাকশান ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় দিনব্যাপী কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।
প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ব্লক ও আলিসারকুল ব্লকের ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৩৬ জন কৃষক ও ২৪ জন কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন।
মেসেঞ্জার/আতাউর/ফামিমা