ছবি : মেসেঞ্জার
টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোর সেন্টারের রিক্রুট ব্যাচ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। এসময় সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মো. আসাদুজ্জামান অনিক।
রিক্রুট ব্যাচ এর মধ্যে রিক্রুট হারুন-অর-রশিদ শ্রেষ্ঠ রিক্রুট, রিক্রুট মুরাদ হাসান ২য় শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট ফারজানা তাসনিম তিনা শ্রেষ্ঠ মহিলা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, 'মনে রেখো, জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট'। তিনি নবীন সৈনিকদের সততার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
এসময় সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঘাটাইল এরিয়ার উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/মোস্তফা/তারেক