ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৬টি গোডাউন সিলগালা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ৬ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৬টি গোডাউন সিলগালা জরিমানা

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গা বড় বাজারে বাজার মনিটরিং অভিযানে ৬টি গোডাউন সিলগালা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় শহরের বড়বাজার এলাকায় এই অভিযান চালায়।

অভিযানে মেসার্স জনি স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. হামিদুর রহমান জনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্যে ভর্তি ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে।

ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, এই প্রতিষ্ঠানটির মালিক মো. হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন।

পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতে তিনি এই নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন। বুধবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে ১টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ (৪,০০,০০০) টাকা জরিমানা করা হয়।

এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক নেতৃবৃন্দ।

আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পর সেনাবাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

মেসেঞ্জার/লিটন/তারেক