ছবি : মেসেঞ্জার
সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে জনআকাঙ্খাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবীত বরিশাল নগরীর অর্য্যলক্ষী ভবনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এরআয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়ে ধারনাপত্র উপস্থপনা করেন, প্রজেক্ট এর সমন্বয় দিলিপ কুমার সরকার।
এ সময়ে ১১টি প্রস্তাব উপস্থপন করা হয়।
এর মধ্যে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রনয়ন করা। সংবিধানের মধ্যে এক ব্যাক্তি সর্বোচ্চ ২ বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে ৬টি, বিচার বিভাগ সংস্কার কমিশনে ৫টি, দূনীতি দমন সংস্কার কমিশনের
অগ্রাধিকারে ৬টি, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে ১০টি, স্বাস্ব্য, নারী বিষয়ক, শ্রম অধিকার, গণমাধ্যম সহ সরকার সংস্কার কমিশনে ৯টি প্রস্তাব তুলে ধরা হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এর বরিশাল মহানগরের সভাপতি অধ্যক্ষ মোতালেব হাওলাদার, সম্পাদক রফিকুল আলমসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/সাঈদ/দিশা