ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫৮, ৭ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৭নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এদিন সকাল ৬.৩০ মিনিটের সময় সদর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও দলিয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা দলিয় পতাকা উত্তলন করেন।পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। 

পরে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পটুয়াখালী জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সভাপতি কাজি মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সদস্য সচিব এড. হুমায়ুন কবির জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, শ্রমিদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ মৎস্যজীবি দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার, তাঁতী দলের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কাইউম সিকদার পৌর ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম।

এছাড়াও কৃষকদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মেসেঞ্জার/দিশা