ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ৭ নভেম্বর ২০২৪

যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ বিএনপি নেতা আটক

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে বি‌দেশী  পিস্তল ও গু‌লিসহ উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হ‌য়ে‌ছে। আটকৃত জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতালেব ফরাজীর ছেলে। বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ভো‌রে মির্জাগঞ্জ উপজেলার উত্তর সু‌বিদখালী এলাকার নিজ বাসা থে‌কে জাহাঙ্গীর ফরা‌জি‌কে আটক করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

মির্জাগঞ্জ উপ‌জেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনীর অ‌ভিযা‌নে সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

তি‌নি জানান, গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মোঃ জাহাঙ্গীর ফরাজীর বাড়ি তল্লা‌শি করা হয়। এসময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে সযত্নে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় জাহাঙ্গীর ফরাজী বাসায় উপ‌স্থিত ছিল। অস্ত্র উদ্ধা‌রের প‌রে তা‌কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে ব‌লে ক‌্যা‌প্টেন রিমান জানান।  

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত আ‌রো জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নি‌শ্চিত হ‌য়েই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ও‌সি জানান, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে অস্ত্র আই‌নে মামলা দায়েরের প্রস্তু‌তি চল‌ছে।

মেসেঞ্জার/দিশা