ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে মোংলায় নৌ র‍্যালী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে মোংলায় নৌ র‍্যালী

ছবি : মেসেঞ্জার

জীবাশ্ম জ্বালানি, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচির অংশ হিসেবে পশুর নদীতে বোট র‍্যালি ও মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পশুর নদে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, এপিএমডিডি ও পশুর রিভার ওয়াটারকিপার এ কর্মসুচি পালন করে।

কর্মসুচিতে সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলসমূহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এসময় বাংলাদেশকে একটি ন্যায্য, টেকসই, এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে অংশ নিয়ে এসময় আরও বক্তব্য রাখেন, নাজমুল হক, হাছিব সরদার, মার্টিন সরকার, মেহেদী হাসান বাবু, মাহারুফ বিল্লাহ, শাহীন খলিফা, মেহেদী, সোহেল, হৃদি সরকার, প্রদীপ সরকার প্রমূখ।

মেসেঞ্জার/হাসান/তারেক