ছবি : মেসেঞ্জার
নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রোগী দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার সোহেল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, হাসপাতালের চেয়ারম্যান আবু কাওসার, ডাক্তার আরাফাত হোসেন, ডাক্তার মাহমুদুল হাসানসহ অনেকে।
৮০ টাকার বিনিময়ে রোগীরা এখানে নিয়মিত চিকিৎসক দেখাতে পারবেন। উন্নতমানের যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয়সহ চিকিৎসাসেবা দেয়া হবে হাসপাতালটিতে। এখানে ১০টি বেড রয়েছে।
মেসেঞ্জার/ফরহাদ/তারেক