ছবি : মেসেঞ্জার
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক ফেরদৌসী বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৭ নবেম্বর) সকাল ১১টার দিকে গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক দিলীপ কুমার শীল, মো. নুজরুল ইসলাম,সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি জসিম উদ্দিন আহমেদ, গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু, গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, সহকারী শিক্ষক শাহাদত হোসন শিকদার, কাজী আনোয়ার হোসেন, লায়ন এম এ কাদির সিকদার, রোটারিয়ান আলহাজ্ব কামাল উদ্দিন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুল হক সরকার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলী আজম খান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ছবির হোসেন, ডাক্তার ফয়সাল মোহাম্মদ ইসতিয়াক শুভ, দশম শ্রেনীর ছাত্রী সুবর্ণা প্রমুখ।
উক্ত সংবর্ধনায় মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী সায়লা আফরোজ। এসময় অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সম্মাননা স্বরূপ উপহার সামগ্রী প্রদান করেন।
মেসেঞ্জার/সাগর/তারেক