ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২০:২৬, ৭ নভেম্বর ২০২৪

জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সাতলা ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বরিশাল আদালতের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নায়েব হাওলাদারের সহপাঠীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই এখনো আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পারেনি।

সে সঙ্গে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে জামিনও দেওয়া হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

প্রসঙ্গত, চলতি বছরের (২৪ আগস্ট) মধ্যরাতে উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭) মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাবার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে সংলগ্ন স্থানে কুপিয়ে জখম করে।

(২৯ আগস্ট) কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মেসেঞ্জার/পান্থ/তারেক