ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নড়াইলে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ৭ নভেম্বর ২০২৪

নড়াইলে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নড়াইলে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ‘এগিয়ে চলো ফুটবল একাডেমি’ ৪-০ গোলে ‘রাইজিং স্টার ফুটবল  একাডেমি’কে পরাজিত করে।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক হেদায়েতুল হক হিমু, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রীড়া সংগঠক মিলন কুমার ঘোষ, জেলা টিমের সাবেক ফুটবল খেলোয়াড় শামিম আকবর খানসহ অনেকে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এ ধরণের ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি সুস্থ-সবল জাতি গঠনে খেলাধূলার বিকল্প নেই।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচির (২০২৪-২০২৫) আওতায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

মেসেঞ্জার/ফরহাদ/তারেক