ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শুক্রবার নীলফামারী আসছে জামায়াতের আমীর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৭ নভেম্বর ২০২৪

শুক্রবার নীলফামারী আসছে জামায়াতের আমীর

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নীলফামারী পৌরসভা মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার।

জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আব্দুর রশিদ প্রমূখ।

কর্মী সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নীলফামারী জেলা জামায়াতের কাযালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানায় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর লক্ষাধিক কর্মী নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন নেয়া হয়েছে।

মেসেঞ্জার/রিপন/তারেক