ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাজাপুরে ঐতিহাসিক ’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৭ নভেম্বর ২০২৪

রাজাপুরে ঐতিহাসিক ’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রাজাপুর উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মার্কেট চত্ত্বরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজাপুর উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর প্রমুখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ এর সঞ্চলনায় বক্তব্য দেন, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, উপজেলা বিএনপি’র সাবেক সিনি: সহ-সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুর হোসেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল।

তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

এসময় সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/মিঠুন/তারেক