নিহত দুই ভাইবোন জুনায়েদ (১২) ও ফাহিমা আক্তার (৯)।
বাবার সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নানার বাড়ি বেড়াতে যাওয়ার পথে কুমিল্লায় বাস চাপায় ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছগুড়ায় এ ঘটনা ঘটে। এঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ৫টি গাড়ি ভাঙচুর করে।
নিহত দুই ভাই-বোন দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)। জুনায়েদ জাফরগঞ্জ এলাকার একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ফাহিমা হোসেনপুর নুরানি মাদরাসার শিক্ষার্থী ছিল। এ সময় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ আরও দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি তাদের বাবার কাছে বায়না ধরে দুজনকে নানার বাড়িতে দিয়ে আসতে। সারাদিন সিএনজি অটোরিকশা চালানোর পর জাহাঙ্গীর রাতে তাদের নানার বাড়িতে দিয়ে আসতে যান। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুরা এলাকায় পৌঁছলে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ফাহিমাও মারা যায়।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর চালিয়েছে। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে।
মেসেঞ্জার/ইএইচএম