ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ৮ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মাহমুদুল হাসান উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়াপাড়া গ্রামের কৃষক শাহীনুরের একমাত্র ছেলে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পিতা শাহীনুর জানান, শুক্রবার (৮ নভেম্বর) সকালে বাড়ির আঙ্গিনায় প্রতিবেশি ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল মাহমুদুল হাসান।

এ সময় মাহমুদুলের মা গৃহস্থলীর কাজে ব্যাস্ত ছিল। কয়েক মুহুর্ত পর মাহমুদুলকে খোঁজে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। অনেক খুঁজাখুজির পর বাড়ির পাশে পুকুরে মাহমুদুলকে পানিতে ভাসতে দেখেন।

পরে, তাকে দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষানিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।

মেসেঞ্জার/সাজু/তারেক