ঢাকা,  শুক্রবার
০৮ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বাগেরহাটে ২১টি প্রতিষ্ঠানকে ২লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১১, ৮ নভেম্বর ২০২৪

বাগেরহাটে ২১টি প্রতিষ্ঠানকে ২লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

বাগেরহাটে মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে ২১টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপি মোল্লাহাট উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

জরিমানার সাথে সাথে কিছু ভ্যাজাল ও মেয়াদউত্তীর্ণ পন্য ধ্বংস করা হয়। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষনিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন। ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

মেসেঞ্জার/রিফাত/তারেক