ঢাকা,  শুক্রবার
২২ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মোংলায় প্যারাডাইস হোটেলের গ্রিল খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ৮ নভেম্বর ২০২৪

মোংলায় প্যারাডাইস হোটেলের গ্রিল খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ছবি : মেসেঞ্জার

মোংলায় নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টের গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি রাব্বি ক্লিনিকে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ও বুধবার (৬ নভেম্বর) রাতে শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা।

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি খাবার খেয়ে দুইদিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মূহুর্তে তার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।

নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, 'এটা কিভাবে হয়েছে জানিনা। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না'।

এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, 'অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ওই হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।

মেসেঞ্জার/হাসান/তারেক