ছবি : মেসেঞ্জার
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ওয়াহিদুজ্জামান মিলন ও সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহম্মেদ ফিট্টু ও নির্বাহী সদস্য হেদায়েত খান নির্বাচিত হন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত চলে। বিকেলে ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচনে পর্যবেক্ষক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, স্পন্দনের প্রধান প্রতিবেদক কাজী আশরাফুল আজাদ, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক চুড়ামনকাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জল, চৌগাছা রিপোর্টাস ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীন সাংবাদিক অধ্যাপক মসিউল আযম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যামিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম, বর্তমান প্রধান শিক্ষক ফজলুর রহমান, খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও জামায়াত ইসলামী সদর শাখার নেতা আলমগীর সিদ্দিক।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সত্যের সন্ধানে অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কলম আপোষহীনভাবে চালাতে হবে। চুড়ামনকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য দেখে বলেন, সারা দেশে সাংবাদিক সমাজে বিভিন্ন মত পার্থক্য থাকলেও চুড়ামনকাটির সাংবাদিকরা পুরোটা ভিন্ন। তারা সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করে চলেন।
মেসেঞ্জার/বিল্লাল/তারেক