ছবি : মেসেঞ্জার
বগুড়ায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোনাতলা উপজেলার কাবিলপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ও ৩টি সীম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার কিশোরগঞ্জের গারাগ্রামের ওয়িজুক হোসেনের ছেলে সুমন সরকার ও ফারুক হোসেন এবং বোচগঞ্জের সেতাবগঞ্জ এলাকার কোবাত আলীর ছেলে রওশন তারেক।
শুক্রবার (৮ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, সোনাতলার কাবিলপুর উত্তরপাড়া কাবিলপুর টু নাপিতপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তারেক