ঢাকা,  শুক্রবার
০৮ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চাওয়া মাত্রই হাসিনাকে ফেরত দিতে, ভারতকে বার্তা জামায়াত আমীরের

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ৮ নভেম্বর ২০২৪

চাওয়া মাত্রই হাসিনাকে ফেরত দিতে, ভারতকে বার্তা জামায়াত আমীরের

ছবি : মেসেঞ্জার

পতালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম, হত্যা মামলা আছে, আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহীনির হাতে তুলে দিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সু-প্রতিবেশী সুলভ আচরণ পেতে চাই।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন।

পাঁচ আগষ্ট পরবর্তী পট পরিবর্তনের প্রসঙ্গ টানেন ডা. শফিক, ফ্যাসিস্ট পতনের পর রক্তপাত এড়াতে দেশবাসী যে ধৈর্য্য ধারন করেছেন তারও প্রশংসা করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত চায় না অন্যায়ভাবে দেশের একজন মানুষকেও হত্যা করা হোক।

নীলফামারী জেলা জায়ামাতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুর রশীদ, কর্মপরিষদ সদস্য মাহবুবর রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেড়যুগেরও বেশী সময় পর মুক্ত বাতাসে উত্তর জনপদে জামায়াতে ইসলামীর এই সমাবেশে দলটির সর্বোচ্চ নেতার আগমন ঘিরে নীলফামারী পৌরসভা মাঠে নামে লক্ষাধিক নেতাকর্মীর ঢল।

চোখেমুখে স্বস্তি আর রাজনীতির মাঠে দলটির সরব উপস্থিতি একদিকে নেতাকর্মীদের যেমন চাঙা করে তুলেছে তেমনি আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ সমাবেশ বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা।

মেসেঞ্জার/রিপন/তারেক