ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:০৪, ৯ নভেম্বর ২০২৪

কম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

পটিয়ার জিরি মাদরাসার বার্ষিক সভায় বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত ১৫-১৬ বছর মানুষ ভোট কি জিনিস ভুলে গেছে। অতীতের ওই নির্বাচন নয়, খুব কম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন দেওয়া হবে। 

শুক্রবার (৮ নভেম্বর) পটিয়া আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। পছন্দের প্রতীকের ওপর সীল মারতে পারবে এমন একটা ভোটের ব্যবস্থা করা হবে। যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।

তিনি বলেন, দেশের অত্যন্ত নাজুক পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখনো যে পরিস্থিতি তেমন একটা ভালো তা কিন্তু নয়। আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা। 

মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পাকিস্থান থেকে আগত আল্লামা ইলিয়াছ ঘুম্মান, হেফাজত ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মোহাম্মদ আলী, মুফতি আজিজুল হক। এছাড়াও দুই দিন ব্যাপি এ সভায় দেশ-বিদেশের হক্কানী ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ বয়ান করেন। 

মেসেঞ্জার/রানা/এসকে/ইএইচএম