ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৪১, ৯ নভেম্বর ২০২৪

হাটহাজারীতে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান। 

যুবদলের যুগ্ম আহবায়ক মো. এরশাদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইছমাইল, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য জি এম সাইফুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল মেম্বার, মেখল ইউনিয়নের সহ-সভাপতি তাসকিন আলম, যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন খাঁন, আইন বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মেম্বার, সাবেক ছাত্রনেতা মো. সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দীন চেয়ারম্যান বলেন, “দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের নিকট এসেছি। সেই সাথে আমাদের গর্ব মীর হেলাল ভাইকে আগামী জাতীয় নির্বাচনে জনগণের মেন্ডেট নিয়ে জাতীয় সংসদে দেখতে চাই।” 

মেসেঞ্জার/সুমন/এসকে/ইএইচএম