ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতি ওয়ার্কশপ

চাঁপাইনববাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৯ নভেম্বর ২০২৪

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতি ওয়ার্কশপ

ছবি: মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতি ওয়ার্কশপ। শনিবার (৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ স্কাউট ভবনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনববাগঞ্জ জেলা স্কাউট এর সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এসময় তিনি বলেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিয় ভাবে আমাদের যে দায়বন্ধতা থাকে, সে সকল বিষয়ে যে গুনাবলি থাকা প্রয়োজন, তা একজন স্কাউট অর্জন করে। তাই জীবন গড়ার আন্দোলন হলো স্কাউটটিং।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, সহকারি লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমান, শিক্ষার্থী গোলাম রাইসা তানজিম, রৌশনী জাহানসহ অনান্যরা। এ ওয়ার্কশপে জেলার ১০০ জন স্কাউট সদস্য অংশ করেন।

মেসেঞ্জার/ফামিমা