ছবি : মেসেঞ্জার
বাগেরহাটের বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় জড়িত অস্ত্র গুলিসহ ক্লিলিং মিশনে জড়িত আবু বক্কার শিকদার নামে একজন ভাড়াটিয়া খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যলয় পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সজীব তরফদার হত্যার ঘটনায় জড়িত ভারাটিয়া খুনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আ. সোবহান শিকদারের ছেলে আবু বক্কার শিকদারকে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালি হুগলি বাটকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার দেয়া তথ্য মতে সদর উপজেলার কাড়াপারা উইনিয়নের মির্জাপুর (সাহাপাড়া) যমুনা সাহার বাড়ীর পার্শ্বে পরিত্যাক্ত ডোবা থেকে দেশী তৈরী একটি একনলা ও একটি দুইনলা পাইপগানসহ একটি গুলি এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়েছে।
এ হত্যার ঘটনায় দুইটি মামলা রের্কড করা হয়েছে বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। উল্লেখ্য, বাগেরহাট বিএনপি নেতা ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের গ্রামের নিজ বাড়ি থেকে চাচা কামাল তরফদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে বাগেরহাট শহরে যাচ্ছিলেন।
দুপুর ২টার দিকে পার্শবর্তি গ্রাম মির্জাপুর আমতলা মসজিদের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় গুলিতে মোটরসাইকেলে থাকা সজিবের চাচা কামাল তরফদার আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেসেঞ্জার/রিফাত/তারেক