ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

এতিমদের মাঝে পোশাক এবং অর্থ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৯ নভেম্বর ২০২৪

এতিমদের মাঝে পোশাক এবং অর্থ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা

ছবি : মেসেঞ্জার

তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১দফা প্রস্তাবনার লিফলেট বিতরণ ও গরীব, অসহায়, দুস্থ নারী-পুরুষ এবং এতিমদের মাঝে পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়নের শরাফপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ পোশাক ও অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ শামীম ৫শ মানুষের হাতে পোশাক (শাড়ী-লুঙ্গি) আর ১শ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অন্যান্যরা।

মেসেঞ্জার/হাসান/তারেক