ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাজার সিন্ডিকেট ভেঙে দিতে বোয়ালখালীতে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রি

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪১, ৯ নভেম্বর ২০২৪

বাজার সিন্ডিকেট ভেঙে দিতে বোয়ালখালীতে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রি

ছবি : মেসেঞ্জার

বোয়ালখালীতে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে বোয়ালখালী ব্লাড ডোনেটর নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়াই সংগঠনের মূল উদ্দেশ্য। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মানুষের কাছে ন্যায্য মূল্যে শাকসবজি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মোশরাফুল হক।

শনিবার (৯ নভেম্বর) উপজেলা সদরের রেল লাইন সংলগ্ন সিএনজি ষ্টেশনের পাশে এসব শাকসবজি বিক্রি করছেন সংগঠনের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল শাকসবজি বিক্রির কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় বাজারের তুলনায় কম দামে শাকসবজি কিনতে সুশৃঙ্খলভাবে নারী ও পুরুষ দীর্ঘ লাইন ধরতে দেখা গেছে। শাকের মধ্যে কপি শাক, লাল শাক ও সবজির মধ্যে আলু, বেগুন, টমোটো, লাউ, পেঁপে, বরবটি, কাকরল, করলা, সিম, চিচিঙাসহ বিভিন্ন শাকসবজি বিক্রি করতে দেখা গেছে।

বাজার নিতে আসা মো. আবু জাফর বলেন বাজারের অন্যান্য বিক্রেতাদের তুলনায় এখানে অনেক কম দামে সবজি পাওয়া যায়। তাই এখান থেকে নিয়ে স্বস্তি পাই।

কহিনুর আকতার বলেন, দামে কম বিধায় ক্রেতাদের সংখ্যাও বেশি। তাই সময় নিয়ে বাজার করতে হয়। এতে বিরক্ত নই বরং আনন্দের সাথে বাজার করতে পারছি। একদিকে দামে কম অন্যদিকে ছাত্ররা আমাদের জন্য অনেক কষ্ট করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মোশরাফুল হক বলেন মূলত বাজার সিন্ডিকেট ভাংতে আমাদের এ কার্যক্রম। তারা অতিরিক্ত লাভ করছে বিধায় ক্রেতারা অস্বস্তিতে আছে। যতদিন তাদের সিন্ডিকেট ভাংবে না ততদিন এ কার্যক্রম চলমান থাকবে।

সবজি বিক্রেতা ছাত্রদের মধ্যে ছিলেন, মোহাম্মদ শাহীদুল করিম, মো.সাকিব, শহীদুল ইসলাম মিজান, ইমরান উদ্দীন রানা, রবিউল ইসলাম সজিব, মো.জাহেদ, ইফতেখারুল ইসলাম তামিম, মো. ওয়াজেদ, ওয়াবুল হক রাজিন, এহসানুল হক মিনহাজ, মো. উসমান, জাহিদুল ইসলাম জিসান, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

মেসেঞ্জার/নাঈম/তারেক