ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে ’টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ১০ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ’টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট কনফারেন্স রুমে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন এসইউপি এনডিসি পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ইয়াছমিন পারভীন তিবরীজি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী। ৫দিনব্যাপী অনুষ্টেয় প্রশিক্ষণে পঞ্চগড়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঝিনাইদহ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার ২৮জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।

পরে চা বোর্ড চেয়ারম্যান ভ্যালু এডেড চা প্রদর্শনী ঘুরে দেখেন এবং চা আস্বাদন করে সন্তোষ প্রকাশ করেন। ভ্যালু এডেড চা প্রদর্শনীতে ইম্পেরিয়াল জেসমিন টি, প্রিমিয়ার ব্লাক টি, অর্থোডক্স টি, ওলং টি, গ্রিন টি, হোয়াইট টি, মাসালা টি, অ্যালোভেরা এণ্ড পাইনআপেল টি, চায়না লিচি টি, তুলসি টি, ইয়োলো টি, রোজ টি, জিঞ্জার টি, আর্ল গ্রে টি প্রভৃতি চা স্থান পায়।

মেসেঞ্জার/কাজল/তারেক